জুমার মুক্তির দাবিতে উত্তাল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আদালত অবমাননার দায়ে কারাগারে পাঠানো হয়েছে। সেই ঘটনার জেরে দক্ষিণ আফ্রিকায় সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে তার সমর্থকরা। দেশটির রাজধানীসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত ২৮ জনকে আটক করেছে পুলিশ।বিক্ষুব্ধ জনতা কোয়াজুলু নাটাল প্রাদেশিক মহাসড়কে ২৩টি ট্রাকে আগুন দিয়েছে। এতে করে ট্রাকগুলো ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে।বিক্ষুব্ধদের সহিংস আচরণে সাধারণ জনগণের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার ও শনিবার মুই নদী অঞ্চলসহ প্রদেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই গ্রেপ্তার হয়েছেন।খবর : আল জাজিরা।