মডার্না-ফাইজারের টিকায় হার্টের প্রদাহের সম্পর্ক বিরল : ডব্লিউএইচও
ফাইজার ও মডার্নার করোনা টিকায় ‘অতি বিরল’ ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হৃদযন্ত্রে প্রদাহ হয় বলে জানিয়েছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (ইএমএ)। ফাইজার ও মডার্নার টিকায় ধারণার চেয়ে বেশি তরুণের হৃদযন্ত্রে প্রদাহ হয় বলে জানায় সিডিসি। তবে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এমআরএনএ বা মডার্নার টিকায় হৃদযন্ত্রে প্রদাহের সম্পর্ক বিরল। ইএমএ জানায়, তরুণদের মধ্যে এই পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। এসব উপসর্গের মধ্যে আছে বুকে ব্যথা, শ্বাসকষ্টের অনুভূতি, বুক ধড়ফড় করা এবং এলোপাতাড়ি হৃদস্পন্দন। তবে পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও টিকার উপকার এখনও এর ঝুঁকির তুলনায় অনেক বেশি বলে তারা আশ্বস্ত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অ্যাডভাইজরি কমিটি অন ভ্যাকসিন সেফটি (জিএসিভিএস) এক বিবৃতিতে জানায়, এমআরএনএ প্রযুক্তি ব্যবহৃত করোনার টিকা দেওয়ার কয়েকদিনের মধ্যে হৃদযন্ত্রে প্রদাহের অতি সামান্য ঘটনা ঘটে বলে জানা গেছে। তাদের মধ্যে বেশিরভাগই ঘটে তরুণ পুরুষদের যা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পর দেখা দেয়। খবর : বিবিসি।