সাইফ-কারিনার দ্বিতীয় সন্তানের নাম জানালেন রণধীর
প্রথম সন্তানের নাম নিয়ে বিতর্কের পর অনেকটা সাবধান হয়ে গিয়েছিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এজন্য দ্বিতীয় সন্তানের জন্মের পাঁচ মাস পরেও তার নাম প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। তবে সব জল্পনা কল্পনার অবসান শেষে দ্বিতীয় পুত্রের নাম জানা গিয়েছে। কারিনা-সাইফের কনিষ্ঠ পুত্রের নাম ‘জে’। কারিনার বাবা রণধীর কাপুর এ তথ্য জানিয়েছে।
মুম্বাইয়ের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর কাপুর বলেন, “করিনা এবং সইফের ছোট ছেলের নাম জে রাখা হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে এই নামটা ঠিক করা হয়।” করিনা বা সইফ যদিও এই বিষয়ে কোনও কথা বলেননি।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি করিনা তার দ্বিতীয় সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই ক্যামেরার ঝলকানি থেকে সন্তানকে দূরে রেখেছেন ‘সইফিনা’। একাধিকবার পুত্রের ছবি দিলেও মুখ প্রকাশ করেননি।