বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » কাল রাত থেকে লাঙ্গলবন্ধ সেতুতে যান চলাচল বন্ধ

কাল রাত থেকে লাঙ্গলবন্ধ সেতুতে যান চলাচল বন্ধ 

1811081453

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্থ ডেক স্ল্যাব মেরামতের জন্য আগামীকাল সোমবার রাত ১০টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তবে সোমবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতুর একপাশে উভয়মুখী যান চলাচল করতে পারবে।

আজ ররিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

kalerkantho

বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনকে মোগড়াপাড়া-কাইকারটেক সেতু-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব সেতু-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone