বরিশালে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন, রোববার হরতাল
ডেস্ক রিপোর্ট : সদর উপজেলায় ভোটকেন্দ্র দখল ও কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাউনিয়ার নিজ বাসভবনের সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় এর প্রতিবাদে তিনি রোববার সকাল সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে সদর আসনের এমপি সওকত হোসেন হিরণ তার লোকজন নিয়ে কর্ণকাঠি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও ভূইয়াবাড়ী ভোটকেন্দ্র দখল করেন। এ সময় মারধর করে ভোটকেন্দ্র থেকে ভোটারদের বের করে তিনি নিজেই ভোট দেন।’
অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার আরও জানান, ভোট কারচুপি কেন্দ্র দখলের প্রতিবাদে ১৯ দলের নেতাকর্মীরা রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন।
এ সময় সংবাদ সম্মেলনে সদর আসনের বিএনপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু (আনারস), মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌসসহ ১৯ দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।