পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে ভেনিজুয়েলায় ২৬ জন নিহত
ভেনিজুয়েলার কারাকাসে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। দু’দিন ধরে চলা এই সংঘর্ষে ২২ জন সন্ত্রাসী এবং ৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ২৪ হাজার গোলা বারুদসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ বলেন, এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাওয়া সন্ত্রাসীদের নেতাকে খুঁজে বের করার জন্য কয়েকশ পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশের এক কর্মকর্তা জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে এখনও কিছু স্নাইপার থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৮০০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা প্রতিটি ঘরেই তল্লাশি চালাচ্ছে। এদিকে ভেনিজুয়েলার সরকার ঘোষণা দিয়েছে, যিনি সন্ত্রাসীদের এই নেতাকে ধরিয়ে দিতে পারবেন তাকে ৫ লাখ ডলার পুরষ্কার দেয়া হবে। স্থানীয় মানবাধিকার গোষ্ঠীরা এই অঞ্চলের জনগণের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছেন। সরকারকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান তারা। সংঘর্ষ চলাকালীন প্রায় ১২ জন স্থানীয় বাসিন্দা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এসময় অনেক গ্রামবাসী ঘর ছেড়ে পালিয়ে গেছেন। খবর : এএফপি।