ইনজুরি নিয়েই মেসি ফাইনাল খেলেছেন : স্কালোনি
একটা ট্রফির জন্য লিওনেল মেসি কতোটা উন্মুখ হয়ে ছিলেন তার প্রমাণ পাওয়া গেল কোপার ফাইনাল ম্যাচে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই পুরো নব্বই মিনিট খেলে গেছেন মেসি।সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন মেসি। কলম্বিয়ার ডিফেন্ডারের কড়া ট্যাকলে হ্যামস্ট্রিংয়ে আঘাত পান আর্জেন্টিনার অধিনায়ক। তবে কিছুক্ষণ পরই উঠে দাঁড়ান তিনি। এসময় রক্ত ঝরতেও দেখা যায় তার পা থেকে। তারপরও খেলে যান পুরো ম্যাচ।স্কালোনি বলেন, ‘মেসি কীভাবে খেলেছে যদি জানতেন, তাহলে আরও বেশি ভালোবাসতেন। তার মতো একজন খেলোয়াড়কে ছাড়া আপনি কিছুই করতে পারবেন না।’দেশের হয়ে একটি ট্রফির জন্য নিজের জীবন বাজি রেখেছেন সর্বকালের এই তারকা ফুটবলার। অবশেষে সেই আরাধ্য ট্রফি উঁচিয়ে ধরলেন ফুটবলের এই জাদুকর।