রিয়াদের বিদায়ী টেস্টে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
গুঞ্জনকে সত্যি করে টেস্ট থেকে অবসরই নিয়ে ফেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ টেস্টে মাহমুদউল্লাহকে বঞ্চিত করেনি বাংলাদেশ। ২২০ রানে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৭৭ রানের। জিততে তাদের গড়তে হতো বিশ্বরেকর্ড। বাংলাদেশের হারের সম্ভাবনা কার্যত ছিল না, তবে হারারের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় ড্র করার চেষ্টা ছিল জিম্বাবুয়ের।শেষ দিনে স্বাগতিকদের হাতে ছিল ৭ উইকেট, দরকার ৩৩৭ রান।১৬৪ রানে ৭ উইকেট হারানোর পর ড্রয়ের চেষ্টা করে স্বাগতিকরা। শেষ তিন উইকেটে তারা ৩৪.৩ ওভার কাটিয়ে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।শেষ ইনিংসে ৪৭৭ রান তাড়ায় জিম্বাবুয়ে শেষ দিনে গুটিয়ে যায় ২৫৬ রানে। দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটিই। বিদায়ী টেস্ট খেলা ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দারুণ অবদান রাখা মাহমুদউল্লাহকেই ম্যাচ সেরা নির্বাচিত করা হয়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৮/১০ (১২৬ ওভার) রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০, মুজারাবানি ৯৪/৪, তিরিপানো ৫৮/২
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৭৬/১০ (১১১.৫ ওভার) কাইতানো ৮৭, টেলর ৮১, শুম্বা ৪১, মিরাজ ৮২/৫, সাকিব ৮২/৪
বাংলাদেশ ২য় ইনিংস : ২৮৪/১ ডিক্লেয়ার (৬৭.৪ ওভার) শান্ত ১১৭*, সাদমান ১১৫*, সাইফ ৪৩, এনগারাভা ১/৩৬
জিম্বাবুয়ে ২য় ইনিংস : ২৫৬/১০ (৯৪.৪ ওভার) টেলর ৯২, টিরিপানো ৫২, মুজারাবানি ৩০*, মায়ার্স ২৬, মিরাজ ৬৬/৪, তাসকিন ৮২/৪