বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ২৮ বছরের আক্ষেপ ঘুচলো আর্জেন্টিনার

২৮ বছরের আক্ষেপ ঘুচলো আর্জেন্টিনার 

অবশেষে শিরোপার জন্য আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা।সেই সঙ্গে কোপায় সবচেয়ে বেশি (১৫টি) শিরোপা জেতার রেকর্ডে উরুগুয়ের সঙ্গী হলো আর্জেন্টিনা।রোববার রিও দি জেনেরিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোপার চলতি আসরের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া।  এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে কোপা তথা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছিল তারা।ম্যাচের শুরু থেকেই দুই দলই বেশ আগ্রাসী মেজাজে খেলে। লাতিন ফুটবলের সৌন্দর্য ছাপিয়ে যায় খেলোয়াড়দের অতি আক্রমণাত্মক আচরণে। সবমিলিয়ে ম্যাচে ফাউল হয়েছে ৪১টি, যার মধ্যে ব্রাজিল করেছে ২২টি। রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন ৯টি, যার মধ্যে পাঁচটি দেখেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

f1625970295

খেলা যখন শেষ, বাঁশি বাজলো শিরোপা জয়ের। সেইসঙ্গে ক্যামেরা মেসির দিকে।দেখা গেল মেসির কান্না। এ কান্না আনন্দের,  নিজের জীবনের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের। সঙ্গে জড়ো হলেন সতীর্থরা। শুরু হলো মেসিকে কাঁধে তুলে পুরো টিমের উল্লাস। অনেকটা প্রত্যাশিতভাবেই কোপা আমেরিকা ২০২১ আসরের গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরস্কার জিতলেন লিওনেল মেসি। কলম্বিয়ার লুইস দিয়াসও মেসির মতো ৪টি গোল করেছেন। তবে সতীর্থদের গোলে বেশি অবদান (৫টি )  রাখায় গোল্ডেন বুটের পুরস্কার সহজেই জিতে নেন মেসি। পেরুর জিয়ানলুকা লাপাদুলা ও আরেক আর্জেন্টাইন লাওতারো মার্তিনেস ৩টি করে গোল করেছেন। জয়সূচক গোলটি করে ম্যাচ সেরা আনহেল দি মারিয়া । ৮ বছরে মাত্র ১৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতানোর অন্যতম কান্ডারি এমিলিয়ানো মার্তিনেজ। পুরো আসরে দুর্দান্ত পারফর্ম করা এই আর্জেন্টাইন গোলরক্ষকের হাতেই গেল এবারের আসরের গোল্ডেন গ্লাভস।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone