ঢাকা মেডিক্যালে ৪০০ ফ্যান উপহার দিল বেক্সিমকো
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ৪শ ফ্যান উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো। প্রতিটি ফ্যান ৫৬ ইঞ্চি।
সোমবার (১২ জুলাই) দুপুরে হাসপাতালের সভাকক্ষে পরিচালকের হাতে এই উপহার তুলে দেন প্রতিষ্ঠানটির জেনারেল ডিরেক্টর।
সভাকক্ষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে বছরে ৩শ টির মত ফ্যান বিকল হয়ে পড়ার পরে পাল্টাতে হয়। এজন্য আমি নিজেই ৪শ ফ্যান দেওয়ার জন্য বেক্সিমকো ফার্মার এক কর্মকর্তাকে মেইল করি। মেইল করার ১ সপ্তাহ পরপরই তারা আজকে এই ফ্যান দিয়েছে।
তিনি বলেন, ৯০ শতাংশ রেফার্ড করা রোগী আমাদের এই হাসপাতালে আসে। তাদের চাপ সব সময়ই আমাদের হাসপাতালে থাকে। গরমে রোগীরা অস্থিরতার মধ্যে থাকে। নিজেরা ছোট ছোট টেবিল ফ্যান কিনে ব্যবহার করে। সেজন্য আমরা এই ফ্যানগুলো জোগাড় করছি। ৫৬ ইঞ্চির র্যাংগস ৪শটি ফ্যান বেক্সিমকো আমাদের দিয়েছে।
সভাকক্ষে বেক্সিমকো ফার্মার জেনারেল ম্যানেজার কাজী নুরুল হক বলেন, গতবছরের মার্চে করোনার পাদুর্ভাবের শুরু থেকে হাসপাতালগুলোতে পিপিই দেওয়া শুরু করি। এরপর আরো বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিয়েছি। তারই ধারাবাহিকতায় হাসপাতালের রোগীদের স্বার্থে ফ্যানগুলো দিতে পেরে আমরাও গর্বিত। ভবিষ্যতেও হাসপাতালগুলোতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।