বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » এক দিনে আক্রান্ত ১৪ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু ২২০

এক দিনে আক্রান্ত ১৪ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু ২২০ 

174354kalerkantho_jpg

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৭৬৮ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছে। আগের দিন এ সংখ্যাটি ছিল ১১ হাজার ৮৭৪ জন। অর্থাৎ এক দিনেই শনাক্ত বেড়েছে প্রায় দুই হাজার।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া গতকাল করোনা শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জনের। সেদিন করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone