এক দিনে আক্রান্ত ১৪ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু ২২০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৭৬৮ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছে। আগের দিন এ সংখ্যাটি ছিল ১১ হাজার ৮৭৪ জন। অর্থাৎ এক দিনেই শনাক্ত বেড়েছে প্রায় দুই হাজার।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া গতকাল করোনা শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জনের। সেদিন করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ।
Posted in: জাতীয়