বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » শিথিল হচ্ছে লকডাউন, প্রজ্ঞাপন শিগগিরই

শিথিল হচ্ছে লকডাউন, প্রজ্ঞাপন শিগগিরই 

164552kalerkantho_jpg

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় চলমান কঠোর লকডাউন আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। ফলে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মনে খোলা থাকবে দোকানপাট ও শপিংমল।

আজ সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুর হাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বন্ধ থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়াও খোলা থাকবে শপিংমল ও দোকানপাট এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

এর আগে ১ জুলাই থেকে ৭ সাত জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে গত ৬ জুলাই কঠোর লকডাউন আরো সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone