ইরাকে আরও বিপজ্জনক হয়ে ফিরছে আইএস
পোষ্টের সময়ঃ 2:00 pm, July 12, 2021 লেখকঃ Editor
ইরাকে আবারও সংগঠিত হতে শুরু করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মসুলে চূড়ান্ত পরাজয়ের চার বছর পর তারা সম্প্রতি ইরাকে সামরিক ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিগুলোতে হামলা, স্থানীয় নেতাদের গুপ্তহত্যা এবং বিদ্যুৎ গ্রিড ও তেলখনিগুলোতে হামলা চালিয়ে নিজের সংগঠিত হওয়ার কথা জানান দিচ্ছে গোষ্ঠীটি। ২০১৪ সালের জুন মাসে সিরিয়া ও ইরাক অধ্যুষিত অঞ্চলে নিজেদের খেলাফত ঘোষণা করে আইএস। তিন বছরের মাথায় মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনীর হাতে পরাজয়ের মধ্য দিয়ে আইএস খেলাফতের অবসান ঘটে। লড়াই শেষ হলেও প্রায় ১০ হাজার আইএস যোদ্ধা ইরাক ও সিরিয়ায় পালিয়ে যায়।স্থানীয় উপজাতি নেতা ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, যারা সংগঠিত হচ্ছে তাদের সংখ্যাটা তুলনামুলকভাবে কম। সামরিকভাবে শক্তিশালী সরকারি বাহিনীর সাথে সরাসরি মোকাবিলা করতে না পেরে তারা আধা-যাযাবর জীবনযাপন করছে। তাদের অর্থের উৎস একেবারেই কমে আসায় তারা এখন পাহাড় ও গিরিসঙ্কটগুলোতে আশ্রয় নিচ্ছে। সংগঠিত আক্রমণের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও লোকবল জোগাড়ের আগ পর্যন্ত তারা বারবার স্থান বদল করছে।ইরাকের কিরকুকের এক উপজাতি নেতা জানিয়েছেন, এই মুহূর্তে আইএসের যোদ্ধাদের সংখ্যা কম হলেও তারা এখন বিভিন্ন এলাকা দখলের জন্য বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি করছে। এদের ওপর নজরদারি চালানো না হলে তারাই শিগগিরই নিজের সংগঠিত করে ফেলবে। খবর : দ্য গার্ডিয়ান
Posted in: আর্ন্তজাতিক