মিসরে শীর্ষস্থানীয় ১০ ব্রাদারহুড নেতার যাবজ্জীবন কারাদণ্ড
মিসরের সর্বোচ্চ আদালতে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদিসহ ১০ নেতার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল রাখার আদেশ দেয়া হয়েছে। রোববার দেশটির সুপ্রিম কোর্টের কোর্ট অব কেসেইশন এই আদেশ দেন।২০১৯ সালে কায়রোর এক আদালত মোহাম্মদ বদিসহ এই ১০ নেতার বিরুদ্ধে ২০১১ সালে আরব বসন্তে বিপ্লবের সময় ফিলিস্তিনি হামাস ও লেবাননের হিজবুল্লাহর সহায়তা নিয়ে দেশটিতে জেল ভেঙ্গে বন্দীদের বের করে আনা ও পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
Posted in: আর্ন্তজাতিক