বিয়ে করতে যাচ্ছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক
ভারতীয় ধারাবাহিক ‘মা’ এর ছোট্ট ঝিলিকের কথা কম বেশি সবারই মনে আছে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মা’। এই ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয় হয়ে ওঠেন তিথি বসু। এবার সেই ছোট ঝিলিকই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন।
ঝিলিক অর্থাৎ তিথি বসু এখন আর ছোটটি নেই। তিনি এখন যুবতী। দীর্ঘদিন ধরে ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এবার প্রেমিকের জন্মদিনে সাত পাকে বাঁধা পড়বেন বলে জানিয়েছেন ঝিলিক।
বেশ কয়েকবছর আগেই শেষ হয়েছে ‘মা’ ধারাবাহিক। তবে ধারাবাহিকের চরিত্ররা এখনো জনপ্রিয় দর্শকের কাছে। ‘মা’ ধারাবাহিকের পর আর নতুন কোন নাটকে দেখা যায়নি ঝিলিককে। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ ঝিলিক।
বেশ কয়েকবছর ধরে ক্রিকেটার দেবায়ুধ পালকের সঙ্গে প্রণয় রয়েছে তিথির । সম্পর্ক নিয়ে কোনদিনই কোনকিছু গোপন করেননি তিথি। এবার প্রেমিকের জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট দিলেন তিথি। লিখলেন, দেবায়ুধকে ছাড়া আর কাউকেই চান না। পাশাপাশি তিথি আরও লেখেন, দেবায়ুধ যদি তার প্রথম চাওয়া হয়, তবে তাকে বিয়ে করা তার দ্বিতীয় ইচ্ছে।