বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দেশব্যাপী ভোটকেন্দ্রে তাণ্ডব: নির্লিপ্ত ইসি

দেশব্যাপী ভোটকেন্দ্রে তাণ্ডব: নির্লিপ্ত ইসি 

parlamenet_news_38123

এইদেশ এইসময়, ঢাকা : দেশব্যাপী ভোট কারচুপি, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ভোটার-সমর্থকদের উপর হামলার অভিযোগেও নির্লিপ্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

চতুর্থ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনের দিন দেশের ১১৫টি উপজেলা থেকে শতাধিক অভিযোগ এলেও কঠোর কোন সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। বারবার কথা বলতে চাইলেও গণমাধ্যম কর্মীদের কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইসি।

গণমাধ্যম ছাড়াও নির্যাতিত প্রার্থী ও ভোটারদের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসলেও কমিশনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একজন নির্বাচন কমিশনার দুপুরের পরপর ব্যক্তিগতভাবে শীর্ষ নিউজকে বলেন, ‘আমাদের কাছে পাঠানো তথ্য অনুযায়ী দেশব্যাপী সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। কোথাও কোন সমস্যা নেই।’

বরিশাল, নোয়াখালী, মুন্সীগঞ্জের বিভিন্ন ঘটনার উল্লেখ করলে ইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,‘এই ধরনের ঘটনা প্রত্যেক সরকারের সময় ঘটে। বিএনপি ক্ষমতায় থাকলে তাদের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠত।’

দুপুর তিনটা পর্যন্ত দেশের বিভিন্ন উপজেলার নির্বাচন পরিস্থিতি নিয়ে কমিশন কোন প্রকার বক্তব্য দেয়নি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone