পৃথিবীতে ফিরেছেন রিচার্ড ব্র্যানসন
ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন। রোববার নিজের কোম্পানির তৈরি রকেটে চেপে মহাশূন্যে ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবতরণ করেন।এক ঘণ্টার যাত্রায় ইউনিটি-টুয়েন্টি টু নামের এই মহাকাশযানটি ঘণ্টায় তিন হাজার কিলোমিটারেরও বেশি গতিতে উড়ে যায়। ব্র্যানসনের সঙ্গে ওই মহাকাশযানে দু’জন পাইলট ছিলেন।আগামী বছর বাণিজ্যিকভাবে এই এ ধরনের পর্যটন শুরুর কথা রয়েছে। মহাশূন্যে কয়েক মিনিটের অভিজ্ঞতার জন্য প্রতিটি টিকেটের ব্যয় পড়বে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা।ব্র্যানসন বলেছেন, এই পরীক্ষামূলক ফ্লাইটের ভেতর দিয়ে মহাকাশে পর্যটনের নতুন এক যুগের সূচনা হবে।