ভারি বৃষ্টিপাতে চীনে আকস্মিক বন্যা
তীব্র ঝড়ো হাওয়াসহ এমন বৃষ্টি খুব কমই দেখেছে চীনের মানুষ। রোববার (১১ জুলাই) সন্ধ্যার দিকে রাজধানী বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি শুরু হলেও ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ে। বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।ভারি বৃষ্টিপাতের কারণে চীনের দক্ষিণ উপকূলের সিচুয়ান প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বন্যার ফলে দেশটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশে কয়েক হাজার মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।শুক্র ও শনিবার টানা দুই দিন সর্বোচ্চ বৃষ্টিপাতের রের্কড করা হয় প্রদেশটির বাজহং শহরে। এতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুক্রবার প্রদেশটির ১১০টি অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়।ভূমিধসের আশঙ্কায় সেখান থেকে একুশ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় আবহাওয়া বিভাগ। বেইজিং আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার বিকেল ৫টা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টার মধ্যে রাজধানী গড়ে ৬০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত বলেও সতর্ক করেছে তারা।খবর : রয়টার্স।
Posted in: আর্ন্তজাতিক