বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ভোটগ্রহণ চলাকালে পুলিশের গুলিতে নিহত ১, আহত ১০

ভোটগ্রহণ চলাকালে পুলিশের গুলিতে নিহত ১, আহত ১০ 

noyakhali ai

ডেস্ক নিউজ : নোয়াখালীর সোনাইমুড়িতে ভোটগ্রহণ চলাকালে পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম জাহাঙ্গির আলম খোকা। তিনি আম্বিরপাড় গ্রামের বাসিন্দা।

নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পুলিশের গুলিতে এ যুবক নিহত হয়। আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছিল। এ কেন্দ্রে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল কামালের পক্ষে বেশি ভোট পড়ছে বলে গুজব উঠলে দুপুর ২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্রে ককটেল হামলা চালায়। এ সময় বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতা-কর্মীরা তাদের প্রতিরোধ করার চেষ্টা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালালে দু’জন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো ১০ জন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম শীর্ষ নিউজকে বলেন, ‘সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে একজন মারা যায়।’

উল্লেখ্য, সোনাইমুড়িতে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই সেখানে পুলিশ, আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলে আসছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone