রোহিঙ্গাদের পুড়ে যাওয়া ঘর পুননির্মাণ করছে কাতার চ্যারিটি
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৫৩৭টি আশ্রয় কেন্দ্র পুনর্নির্মাণ করছে কাতার চ্যারিটি। সাম্প্রতিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এসব শেল্টার পুরোপুরি ভষ্মীভূত হয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনে নিযুক্ত কমিশনারের কার্যালয়ের বিশেষ নকশা অনুযায়ী এবং তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব শেল্টার নির্মাণ করা হচ্ছে।
কাতার চ্যারিটির রিলিফ কো-অর্ডিনেটর তানভীর এলাহী জানান, কুতুপালং মেঘা ক্যাম্পে নির্মিত (ক্যাম্প-৯) বাঁশের তৈরি দুই কক্ষ বিশিষ্ট এসব ঘর দুর্যোগ সহনশীল। প্রতিটি ঘরে ৬ সদস্যের একটি পরিবার থাকতে পারবে। ইতোমধ্যে অনেকগুলো ঘর নির্মাণ করা হয়েছে।
কাতার চ্যারিটি নির্মিত ঘর পেয়ে রোহিঙ্গা শরণার্থী নূর হাসিনা বলেন, কিছু দিন আগে ভয়াবহ আগুনে আমাদের ঘর পুড়ে যায়। এরপর থেকে আমরা ৩ সদস্যের পরিবার বেশ কিছু দিন ধরে ঘরহীন অবস্থায় দিন-রাত পার করেছি। পুনরায় এই নতুন ঘর পেয়ে আমরা খুবই খুশি।