আ.লীগের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না : ফখরুল
মোরশেদ ইকবাল, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে তা-ব চালিয়েছে তাতে প্রামণ হয় যে, এই সরকারে অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। তিনি এই সময় যে সকল স্থানে সরকার সমর্থকরা কারচুপি ও জালভোট প্রদান করেছে সে সকল স্থানে পুনঃনির্বাচনের দাবি করেন।
সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদেরকে মির্জা ফখরুল এই কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী শাসক গোষ্ঠি জগদ্দল পাথরের মতো দেশ ও জনগণের উপর চেপে বসে আছে। তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বেগম জিয়ার নেতৃত্বে আন্দোলনে যোগ দিন।