চীনে হোটেল ধসে নিহত ১৭ জন
চীনের একটি হোটেল ধসে পড়ার ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় সুঝৌ শহরে এ ঘটনা ঘটেছে। ওই হোটেল ধসের পর ৩৬ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায় উদ্ধারকারী দল। তারা ধসে পড়া ভবনের নিচে ২৩ জনকে খুঁজে পায়। তাদের মধ্যে ছয়জন তখনও জীবিত ছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে, ওই ভবনের মালিক সেটিতে বাড়তি ফ্লোর যোগ করায় এমন ঘটনা ঘটেছে।সাম্প্রতিক বছরগুলোতে ওই বাড়তি ফ্লোর যোগ করে। একজন বাসিন্দা বলেছেন, ওই ভবনটিতে মাত্র তিনটি ফ্লোর ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আরও ফ্লোর যোগ করা হয়।জিয়াংসু প্রদেশের সরকার জানিয়েছে, একটি তদন্তকারী দল ওই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এ ঘটনায় ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের’ সাজার মুখোমুখি হতে হবে বলেও জানায় তারা। খবর : বিবিসি।