ঢাকা দক্ষিণের শ্রেষ্ঠ কাউন্সিলর হলেন মোকাদ্দেস হোসেন জাহিদ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ইতিহাসে প্রথমবারের মতো একজন কর্মকর্তাকে ‘শুদ্ধাচার পুরস্কার’ ও একজন কাউন্সিলরকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে শুদ্ধাচার পুরষ্কার ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ট মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৮ম করপোরেশন সভার শুরুতে পুরস্কার দু’টি প্রদান করা হয়।
শুদ্ধাচার পুরস্কার হিসেবে আরিফুল হককে তাঁর মূল বেতনের ১ মাসের বেসিক, ১টি ক্রেস্ট, ১টি সনদ এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে ৫০ হাজার টাকা, ১টি ক্রেস্ট, ১টি সনদ প্রদান করা হয়েছে।