ফ্যামিলি ভিসা চালু করেছে কাতার
ফ্যামিলি ভিজিট ভিসা চালু করেছে কাতার। বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকরা এখন থেকে এই ভিসার আবেদন করতে পারবেন। এর মাঝে নাম আছে বাংলাদেশেরও। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ আরও বেশ কয়েকটি দেশের নাগরিকরা আবারও ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে মেতরেস ২ অ্যাপের মাধ্যমে। ফিলিপাইন এবং নেপালের নাম অন্তর্ভুক্ত থাকলেও এ দুই দেশের নাগরিকদের কাতারে পৌঁছানোর পর বাধ্যতামূলক ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে।নতুন ভ্রমণ নীতিমালা অনুযায়ী, ফ্যামিলি ভিজিট ভিসাধারীরা কাতারে যেতে পারবেন। তবে তাদের কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত ভ্যাকসিনের পুরো ডোজ নেওয়া থাকতে হবে এবং টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য কাতারে পৌঁছানোর পর কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।