আজ সিলেট যাবেন প্রধানমন্ত্রী

এইদেশ এইসময়, ঢাকা : সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করতে আজ শুক্রবার সিলেট যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী।
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম সিলেট যাচ্ছেন। সিলেটে পৌঁছে দুপুর সোয়া ১২টায় সিলেট সার্কিট হাউজে উপস্থিত হবেন তিনি। মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। বেলা পৌনে ৩টায় প্রধানমন্ত্রী সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করবেন।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উঁচু টিলায় আর চা বাগানের ভেতরে গড়ে ওঠা বিশ্বের অন্যতম সৌন্দর্যমন্ডিত ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।