৫ বছরের জন্য পিএসজিতে যোগ দিয়েছেন দোন্নারুম্মা
ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা যোগ দিয়েছেন পিএসজিতে। ৫ বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে পিএসজি।এসি মিলান ছাড়ার পর ফ্রি এজেন্ট ছিলেন ইতালির এই গোলরক্ষক। ইউরোতে পোস্টের নিচে অপ্রতিরোধ্য ছিলেন দোন্নারুম্মা।এবারের দলবদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে দোন্নারুম্মাকে দলে টেনেছে পিএসজি।এর আগে ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম, স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস ও মরক্কোর ফুলব্যাক আশরাফ হাকিমিকে দলে ভেড়ায় পিএসজি।
Posted in: খেলা