আজ একুশে বইমেলার পর্দা নামছে
এইদেশ এইসময়, ঢাকা : আজ (শুক্রবার) শেষ হচ্ছে ভাষার মাস। সেই সাথে শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। ভাষার মাস শেষ হলেও ভাষা যেমন হৃদয়ে থেকে যাবে ঠিক তেমনি ভাষা শহীদদের নামও বাঙালী জাতির অন্তরে গেঁথে থাকবে।
আজ রাত ৯টা পর্যন্ত মেলা চলবে বলে জানা গেছে।
ফেব্রুয়ারি মানেই একুশে ফেব্রুয়ারি আর অমর একুশে গ্রন্থমেলা। ভাষার এই একটি মাসে বইমেলা বইপ্রেমিদের মনে বইপড়ার প্রতি যে উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করে বাংলার মানুষ পুরো একটি বছর তা স্মরণ করে রাখবে।
ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই, প্রাণের মেলার পর্দা নামবে আজ। শেষ হবে বই উৎসব। পুরো একটি মাস বাংলার মানুষ ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে, যে বই মেলার আয়োজন করে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করে।