প্রথমবার প্রকাশ হলো সাকিবের ছেলের ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে গতকালই ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আর আজ শনিবার ভক্তদের জন্য আরও একটা উপহার দিলেন সাকিব এবং তার জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির। তাদের তৃতীয় সন্তান ইজহানের ছবি প্রথমবারের মতো দেখা গেল সোশ্যাল সাইটে। আজ শনিবার দুপুরে সাকিব এবং শিশিরের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ছবিটি পোস্ট করা হয়।
ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘আমাদের শিশুপুত্র ইজহাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। মাশআল্লাহ.. আলহামদুলিল্লাহ।’ অন্যদিকে অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিব বলেন, ‘আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন।