ভারতকে হারিয়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে’!
আর কয়েক মাস পর সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মাঠে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরেই অনেক দিন পর মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত পাকিস্তান কখনোই ভারতকে হারাতে পারেনি। কিন্তু দেশটির সাবেক স্পিডস্টার শোয়েব আখতার বলছেন, এবার নাকি ভারতকে হারিয়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে!
ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে মোট ১১ বার মুখোমুখি হয়ে প্রতিবার হেরেছে শোয়েবের দেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান আছে একই গ্রুপে। কিন্তু ইতিহাস ভুলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হাতেই শিরোপা দেখছেন শোয়েব। তিনি বলেছেন, ‘আমার মন বলছে ভারত এবং পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে। তবে হেরে যাবে কোহলিরা।’
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশটিতে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে আসর সরিয়ে নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ইতিমধ্যেই গ্রুপের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আইসিসি। তবে এখনো বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়নি।