সাঙ্গাকারার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার জয়
স্পোর্টস ডেস্ক : কুমার সাঙ্গাকারার ১৮তম সেঞ্চুরির সুবাদে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ১২তম এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে দুই উইকেটে জয় লাভ করে লঙ্কানরা । এই জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা।
শুক্রবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। দলের ওপেনার শেখর ধাওয়ানের ৯৪ ও বিরাট কোহলির ৪৮ রানের কল্যাণে ২৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার সেঞ্চুরির সুবাদে চার বল হাতে রেখে জয় লাভ করে শ্রীলঙ্কা। ৮৪ বলে ১২ চার ও এক ছয়ে ১০৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন সাঙ্গাকারা। এছাড়া ৬৪ রান করেন কুশাল জ্যানিথ প্যারেরা।