আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া
যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগামী সপ্তাহে নতুন করে উচ্চপর্যায়ের আলোচনায় বসবে। এটি হবে তাদের মধ্যে এ ধরনের দ্বিতীয় বৈঠক।মাসের পর মাস ধরে দুদেশের সম্পর্কে উত্তেজনা চলছে। সম্পর্কের স্থিতিশীলতাকে উৎসাহিত করতে তারা এ বৈঠকে বসবে।এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জেনেভায় আগামী বুধবার বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৬ জুন জেনেভায় শীর্ষ সম্মেলনকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ডায়ালগে অংশ নেন।পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়েছে, এই আলোচনার মাধ্যমে আমরা অস্ত্র নিয়ন্ত্রণ এবং ঝুঁকি কমানোর পদক্ষেপের ভবিষ্যত ভিত্তি তৈরির চেষ্টা করবো।মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরমান। এ ছাড়া থাকবেন বন্নি জেনকিন্স। তাকে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের আন্ডার সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।