বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » তুরস্কে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ডুবি

তুরস্কে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ডুবি 

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪৫ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এখন পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শুক্রবার এ কথা জানায়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কোস্টগার্ড সতর্ক বার্তা পাওয়ার পর নিখোঁজ নৌকাটির অনুসন্ধান শুরু করে। নৌকাটি গত বৃহস্পতিবার উপকূল থেকে ২৫৯ কিলোমিটার দূরবর্তী অবকাশ যাপন শহরের কাছে এসে ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে অভিবাসীদের জাতীয়তা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রধানত গ্রিস হয়ে আসা অবৈধ অভিবাসীরা সাধারণত সমৃদ্ধ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছানোর জন্য তুরস্ককে প্রবেশ দ্বার হিসেবে ব্যবহার করে থাকে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone