আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক : ১২তম এশিয়া কাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। আজ শনিবার দুপুর দুইটায় ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
দু’দল নিজেদের প্রথম ম্যাচে হেরে বসে আছে। বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে। আর আফগানিস্তান উমর আকমলের পাকিস্তানের কাছে ৭২ রানের ব্যবধানে হেরেছে। তাই আজকের ম্যাচটি উভয় দলের জন্যই বাঁচা মরার লড়াই।
এদিন যারাই হেরে যাবে বলতে গেলে তাদের এশিয়া কাপ শেষ। আজ বাংলাদেশ জিততে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। কারণ নিজেদের পরের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়ার এই দুই পরাশক্তিধর ক্রিকেট দলের সঙ্গে জয় তুলে নেয়া সহজ ব্যাপার নয়।