সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আবারও টস হারলেন মাহমুদউল্লাহ। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। এ নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। হেরে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন। অফ স্পিনিং অল-রাউন্ডার মেহেদি হাসানের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
মেহেদি দুই ম্যাচে বোলিং করতে পেরেছেন কেবল ১ ওভার। ব্যাটিংয়ে একমাত্র সুযোগে গত ম্যাচে তিনে নেমে করেন ১৯ বলে ১৫। আর গত মার্চে নিউজিল্যান্ড সফরে নাসুমের টি-টোয়েন্টি অভিষেক হয়। ওই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেট নেওয়ার পর দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। অন্যদিকে জিম্বাবুয়ে একাদশে কোনো পরিবর্তন নেই। সর্বশেষ ম্যাচের উইনিং কম্বিনেশন তারা ধরে রেখেছে।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ : টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জঙ্গুয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।