বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » এবার আইপিএলের জন্য পিএসএলের সূচির পরিবর্তন

এবার আইপিএলের জন্য পিএসএলের সূচির পরিবর্তন 

145730psl

আইপিএলর জন্য অন্যান্য লিগগুলোর সূচি পরিবর্তন নতুন কিছু নয়। আন্তর্জাতিক সূচি পর্যন্ত পাল্টে যায়! এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সুচিও বদলে গেল। ২০১৬ সাল থেকে ফেব্রুয়ারি-মার্চে আয়োজিত হয়ে আসছে পিএসএল। কিন্তু আগামী বছর এই সময়ে এবং তার পরে আছে বিভিন্ন ইভেন্ট। এগুলোর সঙ্গে সূচির সংঘর্ষ এড়াতে পিএসএলের পরের আসর এগিয়ে আনা হয়েছে।

সূচি অনুযায়ী পিএসএলের সময় হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ। দীর্ঘদিন পর পাকিস্তানে খেলতে যাবে অস্ট্রেলিয়া দল। সেই সিরিজের পর এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে আইপিএল। সেখানে খেলবে বিশ্বের সকল তারকা ক্রিকেটাররা। তাই পিএসএলের জন্য ফাঁকা সময় নেই। এসব বিষয় মাথায় রেখেই  আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টুর্নামেন্টের সপ্তম আসর।

পিসিবি জানিয়েছে, ৬ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনার পরই নতুন সূচিতে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত হয়। তারপরেও একটা সমস্যা থেকেই যাচ্ছে। কারণ অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ডিসেম্বরে শুরু হয়ে শেষ হবে জানুয়ারিতে। তাই বেশ কিছু তারকাকে পিএসএলের শুরুতে পাওয়া যাবে না।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone