বডি শেমিংয়ের শিকার শ্রীলেখা, পাল্টা জবাবে যা বললেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নিয়ে বডি শেমিং করা নতুন কোনো বিষয় না। এবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে এই সমস্যার মুখোমুখি হতে হলো। তবে এখানেই শেষ না, ওই বডি শেমিংয়ের পাল্টা জবাব দিয়েছেন শ্রীলেখা মিত্র।
সম্প্রতি ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ’ এই গান গেয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে শ্রীলেখা। ভিডিওর শেষে সবার উদ্দেশে একটি চুমু ছুড়ে দিয়েছেন এই টলি নায়িকা। ভিডিওটি দেখার পর কেউ বা শ্রীলেখার গানের গলার প্রশংসা করেছেন, কেউ কফি খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন। তবে কয়েকজন কুরুচিকর মন্তব্য করেছেন অভিনেত্রীকে উদ্দেশ্য করে।
ভিডিওতে শ্রীলেখাকে দেখা গিয়েছিল ধূসর রঙের স্প্যাগোটি টপে। এই পোশাক নিয়ে একজন লিখেছেন, ‘স্ট্র্যাপটা খুলে ফেলো, আরো ভালো লাগবে, আরো ভালো বডি শো অফ করবে।’ এর পাল্টা জবাবে শ্রীলেখা লিখেছেন, ‘কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছা হচ্ছে বুঝি, পরতে পারছেন না, হুম বুঝছি জ্বালাটা।’
এই মন্তব্যের একটা স্ক্রিনশট ফেসবুকে দিয়ে শ্রীলেখা লেখেন, ‘একটা রিল পোস্ট করার পর ইনস্টগ্রামে মন্তব্য। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাস্টার আমি নই, তবে বিশ্লেষণাত্মক মন রয়েছে, তাই এ ধরনের নারীর প্রতি সহানুভূতি রয়েছে। আপনারা ভাবেন পুরুষরাই বুঝি এমন করে। অন্য মিত্রের কথা ভুলে গিয়েছেন? যে আমাকে বডি শেমিং ও স্লাট শেমিং করেছিল।’