ভারতকে ৭-১ গোলে হারাল অস্ট্রেলিয়া
টোকিও অলিম্পিকের হকি ইভেন্টে ভারতকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে বিধ্বস্ত হলো ভারত।
ম্যাচে ভারতকে কোনো পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় কোয়ার্টারে আরো তিনবার ভারতের জালে বল পাঠায়। তৃতীয় কোয়ার্টারে ভারত তাদের একমাত্র গোলটি পেলেও হজম করে আরো দুটি।
শেষ কোয়ার্টারে আরো একটি গোল হজম করে ভারত। অন্যদিকে দিনের অন্য দুই ম্যাচে নিউজিল্যান্ড ৪-৩ গোলে স্পেনকে এবং নেদারল্যান্ডস ৫-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে।
Posted in: খেলা