ভারতের হিমাচলে ভূমিধসে ৯ পর্যটক নিহত
ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে একটি সেতু বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ পর্যটকের। সাংলা উপত্যকার দুর্ঘটনায় আহত কয়েকজন।ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভূমিধসের ফলে পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকে বিশাল বিশাল পাথর। এগুলোর আঘাতে ভেঙে যায় সেতুর মাঝামাঝি অংশ, তলিয়ে যায় নদীতে। এসময় পর্যটকবাহী একটি বাসেও আঘাত করে পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরখণ্ড। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসটির কয়েকজন যাত্রীর।করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার পর ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ভিড়। দেশি-বিদেশি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় সাংলা উপত্যকা। ভারি বৃষ্টিপাতের কারণে হিমাচলের ওই এলাকায় ভূমিধসের সতর্কতা জারি ছিলো।