তালেবান ঠেকাতে আফগানিস্তানে রাত্রিকালীন কারফিউ
আফগানিস্তনে সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক আক্রমণ চালিয়েছে তালেবানরা। তাদের ক্রমবর্ধমান সহিংসতা রোধে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগান কর্তৃপক্ষ।শনিবার (২৪ জুলাই) দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ৩১টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।গত মে মাসের শুরুর দিকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে তালেবান বিদ্রোহীরা ব্যাপক আক্রমণ চালিয়ে মূল সীমান্ত ক্রসিং, কয়েক ডজন জেলা দখল করে। সেই সঙ্গে কয়েকটি প্রাদেশিক রাজধানীও দখল করে রেখেছে তারা। তালেবানরা এখন আফগানিস্তানের প্রায় ৪০০ জেলার মধ্যে প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সহিংসতা রোধ এবং তালেবান আন্দোলন সীমিত রাখতে সারাদেশের ৩১টি প্রদেশে রাতে কারফিউ জারি করা হয়েছে।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র আহমদ জিয়া সাংবাদিকদের এক পৃথক অডিও বার্তায় বলেন, স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ কার্যকর হবে।