বিদেশিদের ওমরাহ করার অনুমতি সৌদি আরবের
করোনা মহামারির কারণে এতদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। ১ মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করার অনুমতি দেবে দেশটি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায় এ তথ্য।সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের জন্য রোববার (২৫ জুলাই) চালু হয় আবেদনের কার্যক্রম। ওমরাহ শুরুর লক্ষ্যে মক্কা ও মদিনায় সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি প্রশাসন। করোনা মহামারির কারণে আগের মতোই চালু থাকবে বিধিনিষেধ। নির্দিষ্ট কিছু স্থানেই ধর্মীয় বিধিবিধান পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। থাকছে করোনা টিকাগ্রহণের বাধ্যবাধকতা।ব্রাজিল, ভারত ও পাকিস্তানসহ মোট নয়টি দেশ ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ এবং বাকি দেশগুলোর নাগরিক সরাসরি ঢুকতে পারবেন দেশটিতে।তবে সবাইকে অবশ্যই ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকার টিকাদান সম্পন্ন হতে হবে। এছাড়া ওমরাহ হজযাত্রীদের বয়স ১৮ বা তার বেশি হতে হবে।