আবারও গাজায় ইসরায়েলের বিমান হামলা
যুদ্ধবিরতি ভেঙে করে ফিলিস্তিনের একাধিক জায়গায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, গাজায় অবস্থানরত হামাস যোদ্ধাদের সামরিকঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।ইসরায়েলের শীর্ষ দৈনিক ইয়েদিত আহরোনোতের বরাতে জানানো হয়েছে যে, গতকাল রোববার (২৫ জুলাই) ভোরে গাজার মৎস্য আহরণ কেন্দ্রের ১২ থেকে ৬ নটিক্যাল মাইলের মধ্য থেকে ইসরাইলের উদ্দেশ্যে আগুনে বেলুন ছোঁড়ে হামাস। এতে ইসরায়েল সীমান্তবর্তী অন্তত তিনটি এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটনায় পাল্টা জবাব স্বরূপ এ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
Posted in: আর্ন্তজাতিক