লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা:জাতিসংঘ
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। নৌকাটিতে কমপক্ষে ৭৩ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (আইওএম) মুখপাত্র সাফা মেহলি জানান, লিবিয়ার খুমসের কাছে রোববার (২৫ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।সাফা আরও জানান, উদ্ধারকারী কোস্টগার্ড সদস্যরা ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। নৌকাটিতে নাইজেরিয়া, ঘানা এবং গাম্বিয়ার নাগরিকরা ছিলেন। বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন প্রথমে বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে তা ডুবে যায়।নৌকাটিতে কমপক্ষে ২০ জন নারী ও দু’জন শিশু ছিল। খবর : আল জাজিরা।