সীমানা বিরোধের জেরে রণক্ষেত্র আসাম-মিজোরাম সীমান্ত
সীমানা বিরোধ নিয়ে রণক্ষেত্রে রুপ নিয়েছে, ভারতের আসাম ও মিজোরাম সীমান্ত। দুই রাজ্যের সীমান্তপাড়ের লোকজনের সংঘর্ষে প্রাণ গেছে ৬ পুলিশসহ অন্তত ৭ জনের। আহত অর্ধশত।আসামের চাচর জেলার মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুর এলাকার দখল নিয়ে বিরোধের সূত্রপাত দুই রাজ্যের বাসিন্দাদের। অঞ্চলটিকে নিজেদের দাবি করে আসছে উভয় রাজ্য।লায়লাপুরের জমি অবৈধভাবে দখল করছে মিজোরামের বাসিন্দারা- এ অভিযোগ খতিয়ে দেখতে গতকাল ঐ এলাকায় যান আসামের কর্মকর্তারা। তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে মিজোরামের বাসিন্দারা। এ ঘটনায় প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিচার চেয়ে আলাদা টুইট করেছেন, দুই রাজ্যের মুখ্যমন্ত্রী।