৩০০ ফুট উঁচু বালুঝড়
দূর থেকে মেঘের ভেলা মনে হলেও আসলে তা ছিল ৩০০ ফুট উঁচু বালুঝড়। চীনের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশের ডানহুয়াং শহরে হঠাৎ এমন বালুঝড়ের ঘটনায় মুহূর্তেই থেমে যায় জনজীবন।৩০০ ফুটের সেই বেশি উঁচু বালুঝড়ে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। ঝড়ে মানুষের দৃষ্টিসীমা আটকে যায় মাত্র ২০ ফুটে।ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, বালুঝড়ের সময় স্থানীয় পুলিশপ্রধান সব সড়ক বন্ধ করে দেন। কারণ, সে সময় সামনে মাত্র ২০ ফুটের বেশি কেউ দেখতে পাচ্ছিলেন না। তাই বাধ্য হয়েই গাড়ি চালাচল বন্ধ করে দেয়া হয়।ডানহুয়াং শহরটি পশ্চিম চীনের উত্তর-পশ্চিমে গোবি মরুভূমি-অধ্যুষিত এলাকা। সেখানে এমন বালুঝড়ের ঘটনা এটাই প্রথম নয়, এর আগেই বহুবার এমন ঝড় হয়েছে।তবে সোমবারের ঝড় ছিল অন্যবারের চেয়ে অনেক বেশি উচ্চতার। এমনকি বালুর পরিমাণও এদিন অনেক বেশি ছিল।