ফেলপসের রেকর্ড ভেঙে দিলেন হাঙ্গেরির মিলাক
টোকিও অলিম্পিকের সাঁতারে ২০০ মিটার বাটারফ্লাই প্রতিযোগিতায় কিংবদন্তী মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির ক্রিস্টফ মিলাক। বুধবার মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২ দশমিক ৩ সেকেন্ডের রেকর্ড।
অলিম্পিকে এটিই মিলাকের প্রথম স্বর্ণ পদক। জাপানের তোমুরু হোন্ডা ১ মিনিট ৫৩ দশমিক ৭৩ সেকেন্ড নিয়ে রৌপ্য পদক জিতেছেন। আর ১ মিনিট ৫৪ দশমিক ৪৫ সেকেন্ড নিয়ে ফেডেরিকো বারডিসো জেতেন ব্রোঞ্জ পদক।
সোনা জয়ের পর মিলাক জানান যে, প্রতিযোগিতার মাত্র ১০ মিনিট আগে তার কস্টিউম ছিঁড়ে যায়। এতে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অশুভ কিছু হয়নি। রেকর্ড গড়েই প্রতিযোগিতা শেষ করলেন তিনি।