সৌদি আরবের বিপক্ষে যে একাদশ নিয়ে নেমেছে ব্রাজিল
টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে আজ বুধবার মাঠে নেমেছে বর্তমান সোনাধারী দল ব্রাজিল। ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের আজকের প্রতিপক্ষ সৌদি আরব। বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচটি।
এই ম্যাচের শুরুর একাদশে রয়েছেন অধিনায়ক দানি আলভেস ও রিচার্লিসন। এছাড়া রয়েছেন সান্তোস (গোলরক্ষক), দিয়েগো কার্লোস, নিনো, গুইহেরমে অ্যারানা, ব্রুনো গুইমারেস, ম্যাথিউস হেনরিকস, অ্যান্থনি সান্তোস, ক্লাউদিনহো এবং ম্যাথিউস কুনহা।
এবারের আসরেও শুরুটা দুর্দান্ত হয়েছিল ব্রাজিলের। প্রথম ম্যাচেই তারা জার্মানিকে হারিয়েছে ৪-২ গোলে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তরুণ ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। তবে দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে ড্র করে সেলেসাওরা। আইভরিকোস্টের সমান ৪ পয়েন্ট ব্রাজিলের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘ডি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল।