সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ : যোগাযোগমন্ত্রী
কাজী আমিনুল হাসান, ঢাকা : যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আগামী সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
তিনি বলেন, মন্ত্রীরা চুপ থাকাই ভালো। কথা যত কম বলবে কাজ তত বেশি করা যায়।
শনিবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘আমরা সূর্যমুখি’ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুকে উৎসর্গ করা গানের সিডি ‘স্বপ্নের সীমানা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, কঠিন বাস্তবতার সামনে দেশবাসীকে একটি সুসংবাদ দিতে চাই। বিশ্বব্যাংকের অনুমোদিত তিনটি কোম্পানি পদ্মা সেতু করার জন্য অফার করেছিল। আমাদের দেশের বিশেষজ্ঞ প্যানেল এই অফার গ্রহণ করেছে। পদ্মা সেতুর দৃশ্যমান কাজ হয়েছে ১৪শ’ কোটি টাকার, আরো ১৬শ’ কোটি টাকার কাজের জন্য অনুমোদন দেয়া হয়েছে। আগামী সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে।
মন্ত্রী আরো বলেন, মে মাসের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজ শুরু হবে। এর পরপরই মেট্রোরেল’র কাজ শুরু হবে।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনই কোন মন্তব্য করার সময় হয়নি। আরো তিনটি ধাপ আছে, তার পর সকল প্রশ্নের জবাব দেয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক বজলুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।