ট্রাক চাপায় ভারতে ১৮ শ্রমিক নিহত
ভারতের উত্তরপ্রদেশে বিকল একটি বাসে ট্রাকের ধাক্কায় সেই বাসের সামনের সড়কে ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় ২৪ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছে। উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটে। এই শ্রমিকরা কাজ শেষে দেশটির হরিয়ানা থেকে বিহারে ফিরছিলেন।রাতে তাদের বাস বিকল হয়ে গেলে শ্রমিকরা বাসের সামনে মহাসড়কে ঘুমিয়ে পড়েন। সেসময়ে একটি ট্রাক পিছন থেকে বাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি কেউ। খবর : এনডিটিভি।