ভারতীয় দলে ছড়াচ্ছে করোনা; এবার চাহাল-গৌতম!
শ্রীলঙ্কা সফররত ভারতীয় দলে হানা দিয়েছে করোনাভাইরাস। ক্রুনাল পান্ডিয়ার পর এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পিন তারকা যুজবেন্দ্র চাহাল এবং কৃষ্ণাপ্পা গৌতম। সতর্কতা হিসেবে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে চাহালরা খেলেননি। ইতোমধ্যেই ২-১ ব্যবধানে টি-টোয়ন্টি সিরিজে হেরে গেছে প্রায় নতুনদের নিয়ে গড়া ভারতীয় দল।
গত মঙ্গলবার ক্রুনালের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছিল। সেই দিনের ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ বাতিল করে দেওয়া হয়। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তবে ক্রুণাল করোনা আক্রান্ত হওয়ার পর আরও আট জন ক্রিকেটারকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাদের মধ্যে চাহাল এবং গৌতমও ছিলেন। সেই দুই ম্যাচে তাদের খেলতে দেখা যায়নি।
বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিন করোনা আক্রান্ত ক্রিকেটারকে শ্রীলঙ্কাতে রেখেই দেশে ফিরে আসবে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারায় এমনিতেই সবার মন খারাপ। শেষ টি-টোয়েনিতে তো ৫ ব্যাটসম্যান আর ৬ বোলার নিয়ে খেলতে নেমেছিল ভারত। অনেকে মনে করছেন, একাধিক তারকা ক্রিকেটার না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে।