কুয়েতে শপিংমল-দোকানপাট রাত ৮ টার পরিবর্তে ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
কুয়েতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল রাত ৮ টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এমন উদ্যোগে খুশি সেখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।কুয়েতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তাই সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিংমল রাত ৮ টার পরিবর্তে ১১টা পর্যন্ত খোলার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।সরকারের সময়োপযোগী এমন পদক্ষেপে খুশি দেশটির প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ১ আগস্ট পর্যন্ত সব ধরনের জনসমাবেশ, সামাজিক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।